সারা বাংলা

রাজশাহীতে করোনায় পরিবহন শ্রমিকের মৃত্যু

রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মনোয়ার হোসেন মিলন (৩৯) নামে এক পরিবহন শ্রমিক। 

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১০ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টায় মারা যান তিনি।

পরিবহন শ্রমিক মনোয়ারের বাড়ি রাজশাহী মহানগরীর আসাম কলোনি এলাকায়। বাবার নাম সাইদুর রহমান। মিলন পেশায় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের একজন চেইন মাস্টার ছিলেন।

তার খালাতো ভাই আতাউর রহমান বলেন, এক সপ্তাহ ধরে মিলন জ্বর-কাশিতে ভুগছিলেন। তাই ৫ দিন আগে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এতে করোনা পজিটিভ রিপোর্ট আসে। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিউতে নেয়া হয়। সেখানেই তিনি মারা যান।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, করোনায় মিলনের মৃত্যুর বিষয়টি কোয়ান্টাম ফাউন্ডেশনকে জানানো হয়েছে। তাদের স্বেচ্ছাসেবকরা মরদেহ স্বাস্থ্যবিধি মেনে দাফনের ব্যবস্থা করছেন।

 

রাজশাহী/তানজিমুল/টিপু