সারা বাংলা

মানিকগঞ্জে ১৩০০ পরিবার পেলো ত্রাণ সহায়তা

মানিকগঞ্জে নদী ভাঙনের শিকার ১ হাজার ৩০০ অসহায় পরিবার পেয়েছেন ত্রাণ সহায়তা।

করোনার এই পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ সহায়তা দিয়েছে দেশের পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক প্রতিষ্ঠান মডেল গ্রুপ।

শুক্রবার (১০ জুলাই) শিবালয় উপজেলা কমপ্লেক্সে ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস।

এতে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবালয় উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা বি. এম রুহুল আমিন রিমন।

শিবালয়, ঘিওর, দৌলতপুর, হরিরামপুর ও মানিকগঞ্জ সদর এই পাঁচটি উপজেলায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ১৩০০ পরিবারের মাঝে তিন দিনব্যাপী ত্রাণ বিতরণ করা হয়।

মডেল গ্রুপ থেকে জানানো হয়, কোভিড-১৯ মোকাবিলায় আঞ্চলিক সচেতনতা ও প্রতিরক্ষা বলয় সৃষ্টির কোনো বিকল্প নেই। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই কেবল করোনাভাইরাসের দুর্যোগ কাটিয়ে ওঠা সম্ভব।

‘দেশ বাঁচাও, নারায়ণগঞ্জ বাঁচাও’ এই স্লোগানকে ধারণ করে করোনা প্রাদুর্ভাবের শুরুতেই দেশের অন্যতম ঝুঁকিপ্রবণ অঞ্চল হিসেবে চিহ্নিত নারায়ণগঞ্জকে কেন্দ্র করে মডেল গ্রুপ প্রায় ৬ কোটি টাকার সহায়তা কর্মসূচি গ্রহণ করে।

 

টিএস/ইভা/বুলাকী