সারা বাংলা

সিলেটে শ্রমিক নেতা খুনের ঘটনায় মামলা, অবরোধ প্রত্যাহার

সিলেট জেলা ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন (৪০) খুনের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় দুইজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।

এদিকে, শুক্রবার (১০ জূলাই) রাত থেকে চলমান বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন শ্রমিকরা।

শনিবার (১১ জুলাই) দুপুরে নগর পুলিশের দক্ষিণ সুরমা থানায় মামলাটি দায়ের করেন নিহত রিপনের স্ত্রী ফারজানা আক্তার তমা। মামলায় তিনি ১৩ জনের নাম উল্লেখসহ ২০ জনকে আসামি করেছেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল।

তিনি জানান, মামলায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর শ্রমিকরা অবরোধ তুলে নিয়েছেন বলে জানান তিনি।

এর আগে শুক্রবার (১০ জুলাই) রাত ১১টার দিকে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্ট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মারা যান ইকবাল হোসেন রিপন (৪০)। তিনি দক্ষিণ সুরমার খোজারখলার আবুল হোসেনের ছেলে।

এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা রাতে সিলেট-ঢাকা মহাসড়কের চন্ডিপুল পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় তারা টায়ার পুড়িয়ে সড়ক অবরোধ করে। পরে সকাল থেকে ফের বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন তারা।

এ সময় সড়কে ট্রাক ও ট্যাংক লরি এলোপাতারি করে রেখে অন্যসব যান চলাচলে প্রতিবন্ধতা তৈরি করা হয়।

 

সিলেট/নোমান/বকুল