সারা বাংলা

চাঁপাইনবাবগঞ্জে রানিহাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানিহাটী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তের পর বিষয়টি গোপন থাকলেও শনিবার (১১ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রকাশ পায়। 

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মজিবুর রহমানে মোবাইল ফোনে জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া যায়। পরে পরিচালনা কমিটি ও শিক্ষকেরা সভা করে তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেন। বরখাস্তের অনুলিপি রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর পাঠানো হয়েছে। 

তিনি জানান, অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন হয়েছে।  অভিযোগের সত্যতা মিললে তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে।

তবে প্রধান শিক্ষক কামাল হোসেন দাবি করেন, ‘‘আমার বিরুদ্ধে একটি চক্র মিথ্যা অভিযোগ করেছে। দুর্নীতির কোনো ঘটনা ঘটেনি।’’

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মুস্তাফিজুর রহমান বলেন, স্থানীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান, প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সমন্বয়ে মিটিং হয়েছে। তিনি আশা করেন, বিষয়টির দ্রুত সমাধান হয়ে যাবে।  

 

মিম্পা/বকুল