সারা বাংলা

বগুড়া উপনির্বাচন: গণনা চলছে

বগুড়া-১ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়। এখন যাচাইবাছাই ও গণনা শুরু হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বগুড়া জেলা নির্বাচন অফিসার মাহবুব আলম শাহ জানান, অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন যাচাইবাছাই ও শেষে গণনা চলছে।

প্রসঙ্গত, গত ১৮ জানুয়ারি আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান মারা যান। পরে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে দেশের এ দুর্যোগ-মুহূর্তে উপনির্বাচন ঘোষণা দেয় নির্বাচন কমিশন।

নির্বাচনে আওয়ামী লীগের সাহাদারা মান্নান (নৌকা), জাতীয় পার্টির মোকছেদুল আলম (লাঙল), মো. রনি (বাঘ), নজরুল ইসলাম (বটগাছ), ইয়াসির রহমতুল্লা (ট্রাক) প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া বিএনপির প্রার্থী এ কে এম আহসানুল তৈয়ব জাকির নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

 

আলমগীর/সনি