সারা বাংলা

পাটুরিয়া-দৌলতদিয়ায় পারাপারের অপেক্ষায় ২০০ পণ্যবাহী ট্রাক

পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে তীব্র স্রোতে ফেরি পারাপারে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগছে।এছাড়া এ নৌপথে স্রোতের কারণে ছোট ফেরি চলতে না পারায় এবং দুইটি বড় ফেরির মেরামতের কাজ চলায় যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে।অগ্রাধিকার ভিত্তিতে বাস ও ছোট গাড়ি পারাপার হলেও ঘাট এলাকায় পারের অপেক্ষায় আটকা পড়েছে প্রায় দুইশো পণ্যবাহী ট্রাক।

আজ (১৫ জুলাই) বিকাল ৫টায় বিআইডব্লিউটিসি’ আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান এসব বিষয় নিশ্চিত করে বলেন, ঘাট এলাকায় ছোট গাড়ি ও বাস অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করায় দুপুর দুইটা থেকে আর কোন চাপ নেই।তবে পণ‌্যবাহী প্রায় ২০০ ট্রাক পারের অপেক্ষায় আছে।পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৩টি ফেরি চলাচল করছে বলেও জানান তিনি।

   

চন্দন/সাজেদ