সারা বাংলা

ব্লগার আসাদ নূরের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

ব্লগার আসাদ নূরের বিরুদ্ধে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

মামলায় আসাদ নূর অনলাইনে ভিডিও প্রচার করে ইসলাম ধর্ম, মুসলমান ও বাংলাদেশ আওয়ামীলীগকে নিয়ে আপত্তিকর ও স্পর্শকাতর মন্তব্য করে উস্কানি দিয়েছেন বলে অভিযোগ আনা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাতে রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিমুল দাশগুপ্ত বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় উস্কানিমূলক ভিডিও বার্তায় যারা কমেন্ট ও শেয়ার করে প্রচার করেছেন তাদেরও অভিযুক্ত করা হয়েছে। 

ব্লগার আসাদ নূর (৩৮) বরগুনার আমতলী উপজেলার তফাজ্জল হোসেনের ছেলে। তিনি আসাদ নুর’স ব্লগস নামের আইডি থেকে এ ধরনের ভিডিও প্রচার করেন।

মামলার বাদী শিমুল দাশগুপ্ত বলেন, ‘‘ব্লগার আসাদ নূর আমার হোয়টসআ্যাপেও আপত্তিকর অডিও বার্তা পাঠান।’’ 

রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব মি‌ল্কি বলেন, অভিযোগের তদন্ত করা হচ্ছে। এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড যারা শেয়ার ও প্রচার করে উত্তেজনা ছড়াচ্ছেন, তারাও আইনের আওতায় আসবে। 

   

রেজাউল/বকুল