সারা বাংলা

খুলনায় সেমাই কারখানায় অভিযান, জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশ, নোংরা ও দুর্গন্ধযুক্ত আটা-ময়দা দিয়ে সেমাই তৈরি, সাস্থ্য বিধি না মানা, বিএসটিআই-এর অনুমোদন না থাকা ও কাগজপত্র ঠিক না থাকার অভিযোগে খুলনার একটি সেমাই কারখানায় অভিযান চালানো হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে নগরীর খালিশপুর পিপলস গেট এলাকায় ‘সেলিনা সেমাই’ মিলে জাতীয় ভোক্তা অধিকার এ অভিযান পরিচালনা করে। এ সময় প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার খুলনার সহকারী পরিচালক শিকদার শাহিনুর আলম জানান, এনএসআই খুলনা মেট্রো শাখার তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রতিষ্ঠান মালিক আবুল হাসেমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভবিষ্যতে এ ধরনের কার্যকালাপ অব্যহত থাকলে প্রতিষ্ঠানটি সিলগালাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।

অভিযানকালে পুলিশ এবং এনএসআই সদস্যরা উপস্থিত ছিলেন। মুহাম্মদ নূরুজ্জামান/সনি