সারা বাংলা

বগুড়ায় যমুনার পানি বেড়ে ৪০ গ্রাম প্লাবিত

প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে বগুড়ায় যমুনা নদীর পানি বাড়ছে। এতে জেলার তিনটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় অনেকে বাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে গিয়েছেন।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টায় বগুড়ায় যমুনা নদীর পানি বিপৎসীমার ১২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো। বুধবার একই সময়ে তা ছিল ১১৬ সেন্টিমিটার ওপরে।

বন্যার পানি ঢুকে জেলার সোনাতলা, সারিয়াকান্দি ও ধুনট উপজেলার ৪০টিই বেশি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কোনো কোনো এলাকার বাড়িঘর, আসবাবপত্র ও গবাদিপশু পানিতে ভেসে গেছে।

নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, চরাঞ্চলে কিছু জায়গায় ভাঙন দেখা দিয়েছে। তবে নদী তীর সংরক্ষণ প্রকল্পে কোথাও ভাঙন নেই। 

   

আলমগীর/বকুল