সারা বাংলা

করোনার ভুয়া রিপোর্ট: ঈশ্বরদীর রূপপুর মেডিকেয়ার সিলগালা

কোনো প্রকার অনুমোদন না নিয়ে করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহ ও ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে পাবনার সিভিল সার্জনের নির্দেশে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসমা খান ও আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম শামীম সিলগালা করে দেন।

সিলগালা করার সত্যতা নিশ্চিত করে ডা. আসমা খান বলেন, ডায়াগনস্টিক সেন্টারটি পরীক্ষা না করে করোনার রিপোর্ট দেওয়াসহ নানা অপরাধমূলক কাজ করে আসছিল। সেসব অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

সরকার থেকে অনুমতি না নিয়ে করোনাভাইরাস সংক্রমণের পরীক্ষা এবং ভুয়া রিপোর্ট প্রদানের অভিযোগে গত ৭ জুলাই ডায়াগনস্টিক সেন্টারটির মালিক আব্দুল ওহাব রানাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায় পুলিশ।

বুধবার (১৫ জুলাই) রাতে প্রতিষ্ঠানটির ম্যানেজার রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়।

   

শাহীন/বকুল