সারা বাংলা

ব্রিজের পাটাতন ভেঙে লামা ও আলীকদমে ভারী যান চলাচল বন্ধ

বান্দরবানের লামা ও আলীকদম সড়কে ইয়াংছা ব্রিজের পাটাতন ভেঙে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সংস্কার না করার কারণে জেলার লামা ও আলীকদম উপজেলার প্রধান সড়ক লামা-চকরিয়া সড়কের ইয়াংছা ব্রিজ এর পাটাতন ভেঙে পড়ে। এর ফলে রাত থেকে জেলার এই দুই উপজেলার সড়ক পথে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার পর বড় ধরনের বিপদ এড়াতে স্থানীয়রা ব্রিজে লাল পতাকা উড়িয়ে দিয়েছে। 

লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল জানান, দীর্ঘদিন ধরেই ব্রিজটির বেহাল অবস্থা। সংস্কার না করার ফলে এখন পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ হয়ে গেছে। জনস্বার্থে ব্রিজটি দ্রুত সচল করার দাবী জানান তিনি।

 

বাসু/টিপু