সারা বাংলা

তিন ঘণ্টায় ভোলা থেকে ঢাকা আসবে ২ স্পিড বোট

দ্বীপ জেলা ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান প্রশাসনের জনগুরুত্বপূর্ণ বিভিন্ন কর্মকাণ্ডের জন্য অত্যাধুনিক দুটি জলযান (স্পিড বোট) দিয়েছে সরকার। এ স্পিড বোট দিয়ে রোগীদের ভোলা-ঢাকা নৌপথে তিন ঘণ্টায় আনা-নেওয়া করা যাবে, ব্যবহার করা যাবে জেলার অতিপ্রয়োজনীয় যোগাযোগেও।

শুক্রবার স্পিড বোট দুটি ঢাকা থেকে রওনা দিয়ে তিন ঘন্টায় ভোলায় এসে পৌঁছায়।

জলযান দুটির আগমনে এক অনুষ্ঠানে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি বলেন,  ‘এ সময় কিছু প্রাপ্তির আনন্দ অনেক। করোনাভাইরাসের এই স্থবির পরিবেশের মধ্যেও চেয়েছি এলাকার কাজগুলো যাতে এগিয়ে যায়। প্রতিদিনই চাই নতুন কিছু যোগ হোক আমার এলাকায়। এই ধারায় এবার যোগ করেছি অত্যাধুনিক মানের দুটি স্পিড বোট, যা মাত্র ৩ ঘন্টায় ঢাকা থেকে ভোলা পৌঁছেছে। আমার নির্বাচনী এলাকার দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলায় জনগুরুত্বপূর্ণ বিভিন্ন কর্মকাণ্ডে এগুলো বিশেষ ভূমিকা পালন করা ছাড়াও অত্যন্ত জরুরি রোগী মাত্র ৩ ঘণ্টার মধ্যে ঢাকায় নেওয়া যাবে। আমি আমার নির্বাচনী এলাকার পাঁচ লাখ জনগণের পক্ষ থেকে বিশ্ব মানবতার মা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞাতা প্রকাশ করছি।’ আবদুল মালেক/সাজেদ