সারা বাংলা

৮ লাখের কালাচাঁন

কালাচাঁন। তেল চকচকে কালো গরুটির ওজন এক হাজার ১০০ কেজি। কুরবানির ঈদ উপলক্ষে গরুটির দাম হাঁকানো হয়েছে আট লাখ টাকা।

দুই বছর ধরে গরুটি লালনপালন করেছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার জারুলিয়া গ্রামের মীর রুবেল।

রুবেল বলেন, ‘প্রাকৃতিক ঘাসসহ দেশীয় খাবার খাইয়ে লালনপালন করেছি গরুটিকে। কঠোর শ্রম দিতে হয়েছে। খরচও হয়েছে অনেক। শান্ত প্রকৃতির এই গরুটি এখন আমার পরিবারের একজন সদস‌্যের মতো হয়ে উঠেছে।’

ধারণা করা হচ্ছে কালাচাঁনই হবিগঞ্জের সবচেয়ে বড় এবং ওজনদার গরু। গরুটিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ‌্যমে পোস্ট দিয়েছেন মীর রুবেল। গরুটির দাম হাঁকানো হয়েছে আট লাখ টাকা। ইতোমধ‌্যে অনেকে আগ্রহী হয়ে উঠেছে গরুটির ব‌্যাপারে।

সমাজসেবক ও ব্যবসায়ী হোসাইন কবির জানান, কোরবানির ঈদকে সামনে রেখে খামারি মীর রুবেল গরুটির দাম হাঁকাচ্ছেন আট লাখ টাকা। করোনার মধ্যে এরকম উচ্চ মূল‌্যের কারণে সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে কালাচাঁন। তবে অনেকেই আগ্রহী হয়ে উঠেছে বলে শুনেছি।

 

মামুন চৌধুরী/সনি