সারা বাংলা

শ্রীমঙ্গলে ২৯টি বাচ্চা ফোটালো মা অজগর

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনে ২৯টি বাচ্চা ফুটিয়েছে একটি মা অজগর।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে এ সংবাদ নিশ্চিত করেন শ্রীমঙ্গল বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব।

সজল দেব জানান, গত ২৮ মে খাঁচার ভেতর ৩১টি ডিম দেয় অজগরটি। দুই মাস ধরে ডিমে তা দেয়।  এই দীর্ঘ সময় কিছুই খায়নি অজগরটি। বুধবার (২২ জুলাই) রাত থেকে ডিম ফুটে বাচ্চা বের হতে শুরু করে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডিম থেকে ২৯টি বাচ্চা ফুটে বের হয়।

তিনি বলেন, ‘আরও দুটি ডিম বাকি আছে। এগুলো থেকে আজ-কালের মধ্যেই বাচ্চা ফুটবে বলে আশা করছি। সবগুলি বাচ্চা ফুটে বের হলে লাউয়াছড়া ও সাতছড়ি জাতীয় উদ্যানে নিয়ম মেনে সেগুলোকে অবমুক্ত করা হবে।’

 

সাইফুল্লাহ হাসান/সনি