সারা বাংলা

বরিশালে ডায়োগনস্টিক সেন্টারের প্রতারণায় জড়িত চারজন কারাগারে

বরিশালে মানহীন পরীক্ষা ও চিকিৎসকের স্বাক্ষর জাল করে প্রতারণার অপরাধে ডায়োগনোস্টিক সেন্টার সিলগালা ও চারজনকে কারগারে পাঠানো হয়েছে।

শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান সেন্টার সিলগালা ও দোষীদের কারাগারে পাঠান।

বরিশাল নগরীর আগরপুর সড়কে দি মুন মেডিক‌্যাল সার্ভিসেস নামক একটি ডায়গনস্টিক সেন্টারে নগর গোয়েন্দা পুলিশের অভিযানে পদক্ষেপ নেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে মো. শাহিন ও মো. ইব্রাহিমকে ছমাস করে কারাদণ্ড এবং দুই টেকনিশিয়ান শ্যাম সাহা ও শ্যামল মজুমদারকে তিনমাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযান নিয়ে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান বলেন, বরিশালের ডায়াগনোস্টিক সেন্টারগুলো বিভিন্ন অনিয়ম করছে। এখানে ডাক্তার কিংবা ট্যাকনোজলিস্ট নেই। পরীক্ষার সনদে চিকিৎসকের জাল স্বাক্ষর ব্যবহার করে রিপোর্ট দেওয়া হচ্ছে। পরীক্ষাগারে ব‌্যবহৃত উপকরণের মেয়াদ ও মান ঠিক নেই। এমনকি ল্যাবটির বৈধ কোন সনদ নেই।

   

জে. খান স্বপন/সাজেদ