সারা বাংলা

শিমুলিয়ায় ৩ নম্বর ফেরিঘাট পদ্মায় বিলীন

প্রমত্তা পদ্মার প্রবল স্রোতে বিলীন হয়ে গেলো মুন্সিগঞ্জের শিমুলিয়া তিন নম্বর রো রো ফেরিঘাট। একইসঙ্গে ঘাটের বিআইডব্লিউটিএর একটি স্থাপনা এবং একটি মসজিদও বিলীন হয়ে গেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে পদ্মার তীব্র স্রোতে এ ঘটনা ঘটে। বিআইডব্লিউটিসি’র ব্যবস্থাপক সাখাওয়াত আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

সাখাওয়াত আহমেদ জানান, পদ্মার তীব্র স্রোতের কারণে বিআইডব্লিউটিএ-এর নবনির্মিত একটি স্থাপনা ও একটি মসজিদ ভেঙে গেছে।

শাহমখদুম নামে একটি রোরো ফেরি বিকল হয়ে যাওয়ায় তিন নম্বর ঘাটের পাশে নোঙর করে রাখা হয়েছিলো। পরে ফেরিটি সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে মাওয়া ট্রাফিক ইনচার্জ (টিআই) মো. হিলাল উদ্দিন জানান, শিমুলিয়া তিন নম্বর ফেরিঘাট নদীতে বিলীন হওয়ায় ঘাট এলাকায় ছোট-বড় মিলিয়ে পাঁচ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। পারাপারের অপেক্ষায় থাকা যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।