সারা বাংলা

ভাঙনের কবলে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড

পদ্মাসেতুর মুন্সীগঞ্জের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে নদী ভাঙন দেখা দিয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) দুপুর ২টা থেকে আকস্মিক পদ্মা নদীতে ভাঙন শুরু হয়। এতে নদীগর্ভে বিলীন হয়ে গেছে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ডের কয়েকশ’ ফুট জায়গা। একটি সাইডওয়ালের অংশ ভেঙে গেছে। এতে নদীতে বিলীন হওয়ার আশংকা দেখা দিয়েছে কনস্ট্রাকশন ইয়ার্ডের ওই স্থানে থাকা পদ্মা সেতুর কাজে ব্যবহৃত বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নদীতে তীব্র স্রোত দেখা দিলে হঠাৎ ভাঙনের কবলে বিলীন হয়ে যায় কনস্ট্রাকশান ইয়ার্ডের ওই অংশ। এসময় বেশ কিছু মালামাল নদীতে ডুবে যায়।

পদ্মাসেতু প্রকল্পের উপ সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর জানান, ওই অংশে থাকা মালামাল ও যন্ত্রাংশ সরিয়ে নেওয়া হচ্ছে। এছাড়া ভাঙন রোধে নদীতে জিও ব্যাগ ফেলা হচ্ছে।