সারা বাংলা

চট্টগ্রামে কোরবানির পরপরই চসিকের বর্জ্য অপসারণ শুরু

চট্টগ্রাম মহানগরীতে কোরবানির পর পরই পশুর বর্জ্য অপসারণের কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। 

শনিবার (১ আগস্ট) সকাল ৯টা থেকে চসিকের ৪১টি ওয়ার্ডকে চারটি জোনে ভাগ করে বর্জ্য অপসারণ শুরু করেছে চসিকের সেবকরা। 

চসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ও জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন রাইজিংবিডিকে জানান, সকাল ৮টায় ঈদের জামাত শেষে নগরীতে পশু কোরবানি শুরু হয়। সকাল ৯টা থেকে চসিকের সেবকরা বর্জ্য অপসারণ শুরু করে। সন্ধ্যার মধ‌্যেই চট্টগ্রাম মহানগরীর সকল এলাকা থেকে কোরবানির পশুর বর্জ্য সফলভাবে অপসারণ করা সম্ভব হবে বলে জানিয়েছেন শৈবাল দাশ সুমন।

চসিবের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সূত্র জানায় কোরবানির পশুর বর্জ্য অপসারণে চসিকের ৩৫০টি গাড়ি এবং সহস্রাধিক সেবক নিয়োজিত রয়েছে। বর্জ্য অপসারণের পর পশু জবাইয়ের স্থানে ২০টন ব্লিচিং পাউডার ছিটানোর ব্যবস্থা করা হয়েছে। বর্জ্য অপসারণে চসিক একটি কন্ট্রোলরুম চালু করেছে। কোথাও কোনো বর্জ্য অসারিত না হলে চসিকের কন্ট্রোলরুমে জানাতে অনুরোধ জানানো হয়েছে।