সারা বাংলা

সিরাজগঞ্জে কোরবানির মাংসের হাট

প্রতি বছরের মতো এবারো সিরাজগঞ্জে বসেছে কোরবানির মাংসের হাট।

ঈদের দিন শনিবার (১ আগস্ট) দুপুর থেকে রাত পর্যন্ত জেলা শহরের বাজার স্টেশন, বড়পুল, চৌরাস্তা, কাজিপুর রাস্তার মোড়, কাঠেরপুর, এলাকায় এই চিত্র দেখা গেছে।

জামালপুর জেলার সরিষাবাড়ী গ্রামের মৌসুমি মাংস বিক্রেতা ছানোয়ার বলেন, কোরবানির গরু কাটাকাটির কাজ  করি। পরে যে মাংস পাই বিক্রি করে দেই। বাড়ি অন্য জেলায়। তাই বাড়িতে না নিয়ে গিয়ে এখানে বিক্রি করছি।

পৌর এলাকার রেলওয়ে কলোনী গ্রামের রিকশাচালক জামাল শেখের ছেলে জাহিদ বলেন, কষ্টে আছি। আয় রোজগার নেই। তাই বাড়ি, বাড়ি ঘুরে পাঁচ কেজি মাংস সংগ্রহ করেছি। তিন কেজি এক হাজার ৩০০ টাকায় বিক্রি করেছি।

মাংস ক্রেতা পাশান শেখ বলেন, এবার কোরবানি দিতে পারিনি। এজন্য বাজার স্টেশন এলাকা থেকে মাংস কিনলাম। এখানে দাম কম।

জানা গেছে, মাংসের হাটে ক্রেতা-বিক্রেতা উভয়ই স্বল্পআয়ের মানুষ। সারাদিন এ বাড়ি, ও বাড়ি থেকে পাওয়া মাংস বিক্রির জন্য প্রতি বছর অন্যরকম এসব হাট বসে।

সরেজমিনে দেখা গেছে, কেউ রিকশায় করে কেউ পায়ে হেঁটে এ হাটে আসছেন। কেউ ব্যাগে আবার কেউ পলিথিনে করে মাংস বিক্রি করতে নিয়ে আসছেন। কেউবা ভাগা সাজিয়ে বসে আছেন।