সারা বাংলা

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৯

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় পোশাক শ্রমিকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ৯ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার সেকেন্ড গোলড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-বাসচালক বুরহান (৩৬), হিরা (২৫), চৈতি (২১) লাবনী (২১), কহিনুর ( ৩৫), জাকিয়া (২৫), খাদিজা ( ২০), সুলতানা ( ২০), মাহমুদা (২০)। এদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। 

আহতরা মানিকগঞ্জ সদর উপজেলার উত্তর সেওতা ও পশ্চিম সেওতা এলাকার বাসিন্দা। তারা সবাই ঢাকার ধামরাই উপজেলার কালামপুর এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন।  

ওই বাসে থাকা যাত্রী জাকিয়া বলেন, গার্মেন্টস ছুটি শেষে কোম্পানির নিজস্ব বাসে করে সবাই বাড়ি ফিরছিলাম। হঠাৎ করে গোলড়া এলাকায় বাসটি উল্টে খাদে পড়ে যায়। 

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, গোপালগঞ্জগামী সুবর্না পরিবহনের একটি বাস পেছন থেকে ওভারটেক করতে গিয়ে গার্মেন্টস শ্রমিকবাহী বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে গার্মেন্টস শ্রমিকবাহী বাস খাদে পড়ে যায়। বাস দুটিকে জব্দ করা হয়েছে।