সারা বাংলা

ধলেশ্বরীতে বিলীন হচ্ছে ঘর-বাড়ি, দিশেহারা বাসিন্দারা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীতে বিলীন হচ্ছে ঘর-বাড়ি। দিশেহারা হয়ে পড়েছে নদী তীরের বাসিন্দারা। গত দুই দিনে নদী গর্ভে বিলীন হয়েছে সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের ইসলামপুর গ্রামের প্রায় ২০টি বাড়ি। হুমকির মুখে পড়েছে আরও শতাধিক বাড়ি ও ইসলামপুর কামিল মাদ্রাসা।

এসব এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সাহায্য করা হচ্ছে না। 

সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার কেয়াইন ইউনিয়নের চেয়ারম্যান আশ্রাফ আলী শেখ জানান, নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের সংখ্যা প্রতিদিন বাড়ছে। নদীতে পানি কমার সঙ্গে সঙ্গে তীব্র স্রোতের কারণে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। দুই দিনে প্রায় ২০টি বাড়ি নদীতে বিলীন হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে একটি মাদ্রাসাসহ প্রায় শতাধিক বাড়ি নদীতে বিলীন হয়ে যাবে।

ইসলামপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. জহুরুল হক বলেন, ‘এখানে প্রায় এক হাজার ছাত্র-ছাত্রী লেখাপড়া করে। আমরা এখন আতঙ্কের মধ্যে আছি। ভাঙ্গন অব্যাহত থাকলে আর কয়েক দিনের মধ্যে নদী গর্ভে বিলীন হয়ে যাবে এই শিক্ষাপ্রতিষ্ঠানটি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার বলেন, ‘বিষয়টি আমি জানি। প্রাথমিক পর্যায়ে আমরা বালুর বস্তা দিয়ে ভাঙনরোধের চেষ্টা করছি। এছাড়া, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে, তারাও আজ ওই সব এলাকা পরির্দশন করবেন।’