সারা বাংলা

চাপ নেই পাটুরিয়া-দৌলতদিয়ায়

ঈদের তিনদিনের ছুটি শেষে আজ খুলেছে সরকারি-বেসরকারি অফিস। কিন্তু ঈদের ছুটি শেষে কর্মস্থলমুখী মানুষের ভিড় নেই বললেই চলে। ফলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি অপেক্ষা করছে যানবাহনের জন্য।

এই নৌরুটে ২টি ফেরি যুক্ত হওয়ায় এখন ১৭টি ফেরি চলাচল করছে। অফিস আদালত খুললেও পাটুরিয়া-দৌলতদিয়ায় নৌরুটে যানবাহনের তেমন চাপ নেই।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে (৩ আগস্ট) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, ‘এই নৌরুটে ছোট বড় মিলে ১৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। যানাবহানের তেমন চাপ নেই। দুই পারেই গাড়ি আসা মাত্রই ফেরিতে উঠতে পারছে। আজ সকাল থেকে মোটরসাইকেল ও ব্যক্তিগত যানবাহন করে কিছু মানুষ ঢাকায় যাচ্ছে। আগামীকাল যাত্রী চাপ বাড়তে পারে।’