সারা বাংলা

গোপালগঞ্জে লক্ষাধিক টাকার কারেন্ট জাল ধ্বংস

গোপালগঞ্জে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তা পুড়িয়ে দেওয়া হয়।

সোমবার (৩ আগস্ট) দুপুরে কাশিয়ানী উপজেলার রামদিয়া বাজারে অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ করেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাব্বির আহমেদ।

তিনি জানান, গোপালগঞ্জের সদর, কাশিয়ানী, মুকসুদপুর ও কোটালীপাড়া উপজেলার নিম্নাঞ্চলের মাছের ঘের বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় হঠাৎ কারেন্ট জালের কদর বেড়ে গেছে। জেলার বিভিন্ন হাট বাজারে এসব কারেন্ট জাল দেদারছে বিক্রি হচ্ছে। 

কাশিয়ানী উপজেলার রামদিয়া বাজারে অবৈধ কারেন্ট জালের হাট বসেছে এমন সংবাদে ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় অনেক কারেন্ট জাল ব্যবসায়ী পালিয়ে গেলেও লক্ষাধিক টাকার জাল জব্দ করে তা ধ্বংস করা হয় বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাব্বির আহমেদ।