সারা বাংলা

গোপালগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬৯০

গোপালগঞ্জে নতুন করে আরো ১৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।  এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬৯০ জনে। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন জানান, নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন সদর উপজেলায় ৭ জন, কোটালীপাড়া উপজেলায় ৫ জন, মুকসুদপুর উপজেলায় ৩ জন ও টুঙ্গিপাড়া উপজেলায় ২ জন। 

তিনি জানান, জেলায় এ পর্যন্ত ৭৭৩৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।  এরমধ্যে সুস্থ হয়েছেন ১২৩৮ জন।  মারা গেছেন ২৮ জন।  একজন করোনা রোগী আত্মহত্যা করেছেন। 

জেলায় আক্রান্ত ১৬৯০ জনের মধ্যে রয়েছেন সদর উপজেলায় ৬০১ জন, মুকসুদপুর উপজেলায় ২৭৭ জন, কোটালীপাড়া উপজেলায় ২৭৬ জন, কাশিয়ানী উপজেলায় ২৭৪ জন ও টুঙ্গিপাড়া উপজেলায় ২৬২ জন।