সারা বাংলা

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরায় আরো ২ জনের মৃত্যু

জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে এক নারীসহ ২ জনের মৃত্যু হয়েছে। 

সোমবার (৩ আগস্ট) রাতে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।  এ নিয়ে সাতক্ষীরায় করেনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন অন্তত ৫২ জন।  

মৃতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা গ্রামের মো.সাজ্জাদ হোসেনের স্ত্রী সোনিয়া খাতুন (৪০) ও কালিগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের কাঞ্চন দাশের ছেলে সুবোধ দাশ (৭৫)। 

সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা.মানস কুমার মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে সোমবার (৩ আগস্ট) বিকালে হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন সোনিয়া খাতুন।  সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।  মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে।  

এদিকে, করোনার উপসর্গ নিয়ে একই দিন বিকালে মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন সুবোধ দাশ।  সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে মারা যান তিনি।  ভর্তির পর তার নমুনা সংগ্রহ করা হলেও সে রিপোর্ট এখনো পাওয়া যায়নি। 

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্য বিধি মেনে তাদের লাশ দাফন ও সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।  একই সাথে লকডাউন করা হয়েছে তাদের বাড়ি।