সারা বাংলা

মুন্সীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০ হাজার পরিবার

মুন্সীগঞ্জে বন্যায় প্রায় ৪০ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) মুন্সীগঞ্জ পানি উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সরকারি হিসাব মতে, মুন্সীগঞ্জ সদর, টংগিবাড়ী, শ্রীনগর ও লৌহজং উপজেলার ২৯টি ইউনিয়নের ১৮৯টি গ্রাম প্লাবিত হয়েছে। এর মধ্যে লৌহজং উপজেলার ৪৯টি গ্রাম, শ্রীনগর উপজেলার ৬৮টি গ্রাম, টংগিবাড়ী উপজেলার ৪২টি গ্রাম, সদর উপজেলার ২৪টি গ্রাম ও গজারিয়া উপজেলার ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার প্রায় ৪০ হাজার পরিবার।

মুন্সীগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস বুলবুল জানান, জেলায় ৬০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। দুর্গতদের মধ্যে ২৪৭ মেট্রিক টন চাল, জিআর ক্যাশ তিন লাখ টাকা, শিশু খাদ্য দুই লাখ টাকা, গোখাদ্য পাঁচ লাখ টাকা এবং চার হাজার প্যাকেট শুকনো খাবারসহ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে।

এদিকে মঙ্গলবার (৪ আগস্ট) সকাল থেকে মুন্সীগঞ্জের পদ্মানদীর ভাগ্যকূল পয়েন্টে ৬.৭৬ মিটার উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। যা বিপৎসীমার ৪৬ সেন্টিমিটার ওপরে।

জেলার লৌহজংয়ের মাওয়া পয়েন্টে পদ্মায় বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।