সারা বাংলা

করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরায় নারীর মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে গোলাপী রায় (৫০) মারা গেছেন।

বুধবার (৫ আগস্ট) ভোর সাড়ে ৫টায় সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মানস কুমার মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে ৪টায় হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন গোলাপী রায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর সাড়ে ৫টার দিকে তিনি মারা যান। ভর্তির পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. জয়ন্ত সরকার বলেন, স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।

সাতক্ষীরা কলারোয়া উপজেলার তুলশিডাঙ্গা গ্রামের সুদেশ রায়ের স্ত্রী গোলাপী রায়। এ নিয়ে, সাতক্ষীরায় করোনার উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫৩ জন।