সারা বাংলা

পাটুরিয়া লঞ্চঘাটে ঢাকামুখী মানুষের ভিড়

ঈদের ছুটি শেষ হওয়ায় আজো কর্মস্থলে ফিরছে মানুষ।  পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে লঞ্চে ঢাকামুখী মানুষের ভিড়।  তীব্র স্রোতে ফেরিতে বেশি সময় লাগায় এ নৌপথে লঞ্চে পারাপার বেড়েছে।

বুধবার (৫ আগস্ট) ভোর থেকেই পাটুরিয়া ঘাটে ঢাকায় ফেরা যাত্রীদের ভিড় প্রচণ্ড। 

ঢাকার একটি প্রেস কারখানায় কর্মরত ইব্রাহীম খলিল বলেন, স্ত্রী-সন্তানকে নিয়ে গ্রামের বাড়িতে বাবা মায়ের সাথে ঈদ পালন করতে গিয়েছিলাম।  ফরিদপুর থেকে সরাসরি ঢাকার বাসে উঠলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি পারাপারে অনেক সময় লাগে।  তাই ফরিদপুর থেকে দৌলতদিয়া ঘাট পর্যন্ত লোকাল বাসে এসেছি।  লঞ্চ পারাপার হয়ে এখন পাটুরিয়া ঘাট থেকে লোকাল বাসে ঢাকার দিকে যাচ্ছি।  ফেরির চেয়ে লঞ্চ পারাপারে সময় কম লেগেছে।

সবুজ মিয়া নামের এক সাভারগামী যাত্রী বলেন, সরাসরি পরিবহন বাসে উঠলে ফেরিতে সময় বেশি লাগে।  এতে গরমে পরিবার নিয়ে ভোগান্তিতে পড়তে হতো। 

তিনি বলেন, বেশিরভাগ যাত্রী সময় বাঁচাতে লঞ্চেই পার হচ্ছেন।

বিআইডব্লিউটিএর আরিচা ঘাট শাখার সহকারী পরিচালক (ট্রাফিক) ফরিদুল ইসলাম জানান, সকাল থেকে দৌলতদিয়া পাটুরিয়া লঞ্চ ঘাটে যাত্রীর ভিড় বেড়েছে।  আগামীকাল (বৃহস্পতিবার) ঢাকার আশেপাশের বিভিন্ন পোশাক কারখানা খুলবে।  ফলে কাল এ চাপ আরো বাড়তে পারে।  এ নৌপথে ১৮টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে ।