সারা বাংলা

মানিকগঞ্জে চাল বিতরণে অবহেলা, ইউপি সদস‌্যকে জরিমানা

জি আর প্রকল্পের চাল বিতরণে অবহেলার অভিযোগে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. কামাল হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বিল্লাল হোসেন চাল বিতরণে অবহেলার দায়ে এ জরিমানা করেন। 

সহকারী কমিশনার মো. বিল্লাল হোসেন জানান, স্থানীয় ইউপি সদস্য মো. কামাল হোসেনকে কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ২০০ মানুষের মাঝে ১০ কেজি করে জি আর প্রকল্পের চাল বিতরণের দায়িত্ব দেওয়া হয়। 

চাল বিতরণের দিন নয় জন ব্যক্তি চাল নিতে আসেননি। ইউপি সদস্য কামাল হোসেন নয়াকান্দি গ্রামের শেখ আব্দুল মজিদের বাড়িতে ওই চাল রেখে যান। সেখান থেকেই ওই নয় ব‌্যক্তিকে চাল সংগ্রহ করতে বলেন। 

এদিকে স্থানীয় লোকজন মজিদের বাড়িতে সরকারি চালের বস্তা দেখে প্রশাসনকে বিষয়টি জানায়। ওই বাড়িতে সরকারি চাল মজুদ ও নির্দিষ্ট সময়ে বিতরণ না করে দায়িত্বে অবহেলার কারণে ইউপি সদস্যকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।