সারা বাংলা

বরগুনায় অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী হালিম গ্রেপ্তার

হত্যা, ডাকাতি, ধর্ষণসহ একাধিক মামলার আসামি বরগুনার তালিকাভুক্ত সন্ত্রাসী হালিম (৪৩) গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ভোররাতে র‌্যাব-৮ এর সদস্যরা বরগুনা সদর উপজেলার জাকিরতবক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

আব্দুল হালিম বরগুনা সদর জাকিরতবক এলাকার মো. আলতাফ হোসেন চৌকিদারের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালীর র‍্যাব-৮ এর একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালিয়ে হালিমকে গ্রেপ্তার করে।  এসময় তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড কার্তুজ এবং ২৫ পিস ইয়াবা জব্দ করা হয়। সন্ত্রাসী মো. আব্দুল হালিমের বিরুদ্ধে মাদক, ধর্ষণ, মানব পাচার, অস্ত্র, ডাকাতি, দস্যুতা, দাঙ্গাবাজি, চাঁদাবাজিসহ ডজন খানেক মামলা রয়েছে। তাকে বরগুনার সদর থানায় হস্তান্তর করা হয়।এ ব্যাপারে র‍্যাব বাদী হয়ে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করেছে।

র‌্যাব-৮ এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মো. ইফতেখারুজ্জামান জানান, গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়। হালিমকে বরগুনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।