সারা বাংলা

১৩ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় লঞ্চ পারাপার শুরু

পদ্মার উত্তাল ঢেউ ও বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে দীর্ঘ সাড়ে ১৩ ঘণ্টা বন্ধ থাকার পর লঞ্চ পারাপার শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে পাটুরিয়া লঞ্চ ঘাট মালিক সমিতির ব্যবস্থাপক পান্না লাল নন্দী এ তথ্য নিশ্চিত করেছেন।   তিনি জানান, বুধবার বিকেলে আবহাওয়া অনুকূলে না থাকায় ঝুঁকি এড়াতে বিকেল সাড়ে ৫টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ পারাপার বন্ধ রাখা হয়। তবে বৃহস্পতিবার নদীর ঢেউ কমে যাওয়ায় ও পরিবেশ অনুকূলে থাকায় এ নৌরুটে লঞ্চ পারাপার শুরু হয়েছে। এ নৌরুটে যাত্রীদের ১৮টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপারে রাখা হয়েছে বলেও জানান তিনি।