সারা বাংলা

মোটরসাইকেলে বোমার মতো বস্তু, নিস্ক্রিয় করতে কাজ করছে সেনাবাহিনী

সিলেট নগরীর ব্যস্ততম চৌহাট্টা পয়েন্টে মোটরসাইকেলে বোমার মতো বস্তুটি নিস্ক্রিয় করতে কাজ শুরু করেছে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের বোমা নিস্ক্রিয়কারী দল।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা আড়াইটা থেকে তারা বস্তুটি উদ্ধারে কাজ শুরু করেন।

এর আগে ২টার দিকে দলটি ঘটনাস্থলে এসে পৌঁছায়। তবে নিরাপত্তার স্বার্থে ১২টার পর থেকেই চৌহাট্টা পয়েন্ট হয়ে সবকটি সড়কের যান চলাচল বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

তবে বুধবার (০৫ আগস্ট) রাত থেকেই চৌহাট্টা-জিন্দাবাজার সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।

তিনি জানান, বুধবার (০৫ আগস্ট) সন্ধ্যায় পুলিশের ট্রাফিক সার্জেন্ট চয়ন নাইডুর মোটরসাইকেলের মধ্যে বোমার মতো বস্তুর সন্ধান পায় এক পুলিশ। তিনি পয়েন্টের পাশে মোটরসাইকেল  (ঢাকা মেট্রো ১৪-৯২৭০) রেখে চশমা ক্রয় করতে দোকানে যান। ফিরে এসে বস্তুটি দেখতে পান। এরপর থেকেই ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশের ক্রাইসিস রেসপন্স টিমের সদস্যরা। রাত ৯টার দিকে সেখানে র‌্যাব-০৯ এর একটি টিমও এসে পৌঁছায়।

উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ আরও জানান, সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী টিম বোমার মতো বস্তুটি উদ্ধারে কাজ শুরু করেছে। এটি বোমা কিনা; উদ্ধারের পরেই জানা যাবে।