সারা বাংলা

আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর বরিশালে বাস চলাচল শুরু

বাস শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর বরিশালে আবারো শুরু হয়েছে বাস চলাচল।

প্রশাসনের আশ্বাসে শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টা থেকে বরিশাল নগরীর রুপাতলী বাস টার্মিনাল থেকে বাস চলাচল শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল-পটুয়াখালী মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন।

তিনি বলেন, আজ শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকা-কুয়াকাটা মহা সড়কের পটুয়াখালী প্রান্ত থেকে থ্রি হুইলার, নসিমন, করিমন ও ভটভটি, আলফা-মাহিদ্রা চলাচল শুরু করে। বাস শ্রমিকরা বিষয়টিতে প্রতিবাদ করলে আলফা-মাহিদ্রা মালিক ও শ্রমিক সংগঠনের লোকজন পটুয়াখালী, বরগুনাগামী ৪টি বাস ভাঙচুর করে।

ঘটনাটি ঘটে খররাবাদ ব্রিজ সংলগ্ন এলাকায়। এসময় হামলাকারীরা বাস শ্রমিক আবুল কালাম, মজিবর হাওলাদার ও শহিদুল ইসলামকে মারধর করেন।

এ ঘটনার প্রতিবাদে সকাল সাড়ে ৭টা থেকে বাউফল, দশমিনা, পটুয়াখালী, কুয়াকাটা, বরগুনা, আমতলী, নিয়ামতি ও বাকেরগঞ্জের মোট ১৭টি রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে জেলা প্রশাসক মো. অজিয়র রহমানের আশ্বাসে সকাল ১০টা থেকে বাস চলাচল শুরু হয়।

মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন আরো বলেন, ‘আগামী রোববারের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার ও মহাসড়কে থ্রি হুইলার, নসিমন, করিমন ও ভটভটি, আলফা-মাহিদ্রা চলাচল বন্ধ করা না হলে আমরা আবারও বাস ধর্মঘটে যাবো।’

এদিকে, সকালে অপ্রীতিকর ঘটনায় বাস চলাচল বন্ধ হয়ে যাওয়াতে প্রায় আড়াই ঘণ্টা বিপাকে পরেন যাত্রীরা।