সারা বাংলা

বগুড়ায় করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ৪৫

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবিরসহ ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

নিহতরা হলেন, গোলাম মোস্তফা (৫০) ও রেজাউল করিম (৫৬)।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ফারজানুল ইসলাম এ তথ‌্য জানান।

তিনি জানান, বগুড়ায় আরও ২০০ জনের নমুনা পরীক্ষা করে ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে পুরুষ ২৬ জন, নারী ও শিশু ১৯ জন। আক্রান্তদের মধ‌্যে সদর উপজেলায় ২৯ জন, শাজাহানপুরে ছয়জন, ধুনটে চারজন, শেরপুরে দুইজন, শিবগঞ্জ, দুপচাঁচিয়া, কাহালু ও গাবতলীতে একজন করে রয়েছে। 

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, আক্রান্তদের মধ‌্যে শিশু রয়েছে দুইজন। ১৮ থেকে ৪০ বছরের মধ্যে ১৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৬ জন, ৫১ থেকে ৭০ বছরের মধ্যে নয়জন ও ৭০ বছরের ওপরে দুইজন রযেছে। এ নিয়ে বগুড়ায় মোট ৫ হাজার ৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। নতুন করে সুস্থ হয়েছে ৬১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৩ হাজার ৮৩৩ জন। মোট মারা গেছে ১১৪ জন।