সারা বাংলা

বগুড়ায় করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৮৬

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এছাড়া, করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৮৬ জন। 

শনিবার (৮ আগস্ট) দুপুরে এক অনলাইন প্রেস বিফ্রিংয়ে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কমকর্তা ডা. ফারজানুল ইসলাম নির্ঝর এ তথ‌্য জানিয়েছেন।

নিহত আলমগীর হোসেন (৫৬) শহরতলীর গোদারপাড়া এলাকার বাসিন্দা।

ডা. ফারজানুল ইসলাম নির্ঝর জানান, আলমগীর হোসেন বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  এ নিয়ে জেলায় করোনাতে আক্রান্ত হয়ে মোট ১১৫ জনের মৃত‌্যু হলো।

সিভিল সার্জন আরও জানান, বগুড়ায় ৩১৬ নমুনার ফলাফলে নতুন ৮৬ জনের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে পুরুষ ৬২ জন, নারী ২১ জন ও ৩ জন শিশু রয়েছে।

নতুন শনাক্তের মধ‌্যে সদরে ৭৭ জন, আদমদীঘিতে ৪ জন, শিবগঞ্জে ৩ জন, কাহালু ও নন্দীগ্রামে একজন করে করোনা রোগী শনাক্ত হন।বর্তমানে জেলায় করোনা আক্রান্ত রোগী আছে ১১৮৯ জন।