সারা বাংলা

মানিকগঞ্জে করোনা রোগীদের ৯২ ভাগ সুস্থ হয়েছেন

মানিকগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত ব‌্যক্তিদের মধ‌্যে ৯২ ভাগ সুস্থ হয়েছেন। এ জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯০৬ জন। তাদের মধ্যে সুস্থ্য হয়েছেন ৮২৯ জন।

রোববার (৯ আগস্ট) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ।

জেলা সিভিল সার্জনের কার্যালয় জানায়, মানিকগঞ্জ সদর উপজেলার ৩ হাজার ৬৪১ জন, সাটুরিয়ার ১ হাজার ৮৩ জন, দৌলতপুরের ৩৭৬ জন, ঘিওরের ৭০৬ জন, শিবালয়ের ৬৮২ জন, হরিরামপুরের ৫১০ জন এবং সিংগাইরের ১ হাজার ১৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। তাদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলার ২৮৭ জন, সাটুরিয়ার ১২৮ জন, দৌলতপুরের ৩৬ জন, ঘিওরের ১০৭ জন, শিবালয়ের ৭২ জন, হরিরামপুরের ৭৪ এবং সিংগাইরের ১৫১ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

করোনা রোগীদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলার ২৮৭ জন, সাটুরিয়ার ১২৭ জন, দৌলতপুরের ৩৪ জন, ঘিওরের ৯৯ জন, শিবালয়ের ৬৮ জন, হরিরামপুরের ৬৮ জন এবং সিংগাইরের ১৪০ জন সুস্থ হয়েছেন।

মানিকগঞ্জে ৮ হাজার ১৬ জনের নমুনা পরীক্ষা করে ৯০৬ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তাদের মধ্যে ৮২৯ জন বিভিন্ন হাসপাতাল ও নিজ বাড়িতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বাকি ৭৭ জন এখনো চিকিৎসাধীন আছেন।

করোনায় মারা গেছেন মানিকগঞ্জ সদর উপজেলার ৫ জন, সিংগাইর উপজেলায় ৫ জন এবং সাটুরিয়া ও দৌলতপুর উপজেলার ১ জন করে।

সিভিল সার্জন অফিসের মেডিক‌্যাল অফিসার রফিকুন্নাহার বন্যা জানিয়েছেন, গত দুই মাসে এ জেলায় করোনা রোগীর সংখ্যা কিছুটা কমেছে। আগের চেয়ে সুস্থতার হার বেড়েছে।