সারা বাংলা

রাজশাহী বিভাগে করোনায় আরও ৩ জনের মৃত্যু

রাজশাহী বিভাগে নভেল করোনাভাইরাস সংক্রমণে আরও তিনজনের মৃত্যু হয়েছে। 

রোববার (৯ আগস্ট) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন। শনিবার (৮ আগস্ট) বিভাগের রাজশাহী জেলায় একজন এবং বগুড়ায় দুইজনের মৃত্যু হয়। 

ডা. গোপেন্দ্রনাথ জানান, গোটা বিভাগে এখন মৃতের সংখ্যা ১৯৩ জন। এর মধ্যে বগুড়া জেলায় সর্বোচ্চ ১১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজশাহী জেলায় ২৯ জন, চাঁপাইনবাবগঞ্জে আটজন, নওগাঁয় ১৪ জন, নাটোরে একজন, জয়পুরহাটে চারজন, সিরাজগঞ্জে ১১ জন এবং পাবনা জেলায় নয়জন মারা গেছেন।

শনিবার বিভাগে নতুন ১৬১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৫৬ জনের বাড়ি বগুড়ায়। এছাড়াও রাজশাহী জেলার ৪২ জন, চাঁপাইনবাবগঞ্জে ২৯ জন, নওগাঁয় নয়জন, জয়পুরহাটে ১১ জন এবং সিরাজগঞ্জ জেলায় ১৪ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ২৫৫ জন। এর মধ্যে সর্বোচ্চ ৫ হাজার ২৩৬ জন শনাক্ত হয়েছেন বগুড়ায়। এছাড়াও রাজশাহী জেলায় ৩ হাজার ৫৭৪ জন, চাঁপাইনবাবগঞ্জে ৫৪৮ জন, নওগাঁয় ৯৯৯ জন, নাটোরে ৬২৮ জন, জয়পুরহাটে ৮১৬ জন, সিরাজগঞ্জে ১ হাজার ৫৮৩ জন এবং পাবনা জেলায় ৮৭১ জন শনাক্ত হয়েছেন। 

শনিবার বিভাগের ২৬৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে ১০২ জনের বাড়ি রাজশাহী। এর বাইরে চাঁপাইনবাবগঞ্জের ১৩ জন, নওগাঁর ১৩ জন, বগুড়ার ৫৬ জন এবং সিরাজগঞ্জের ১৪ জন করোনামুক্ত হয়েছেন।