সারা বাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা আক্রান্ত ২ হাজার ছাড়িয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে আরো ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২০২৩ জনে দাঁড়িয়েছে।

রোববার (৯ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ।

তিনি জানান, সরকারি ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারাল সেন্টার ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৭ জন, নবীনগরে ১০ জন, আখাউড়াতে ২ জন, কসবায় ৬ জন ও বিজয়নগরে ২ জন। জেলায় এ পর্যন্ত মারা গেছেন ৩৭ জন।

এছাড়া এখনো আইসোলেশনে রয়েছেন ৪৯৭ জন। এর মধ্যে জেলায় ৪৮৯ জন ও অন্য জেলাতে ৮ জন।

জেলায় আজ নতুন করে সুস্থ হয়েছেন ৩২ জন। এখন পর্যন্ত সর্বমোট সুস্থ হয়েছেন ১৪৮৯ জন।