সারা বাংলা

মানিকগঞ্জে ৩ দিনে করোনায় আক্রান্ত ২৮

মানিকগঞ্জে গত তিন দিনে এক চিকিৎসক ও চার স্বাস্থ্যকর্মীসহ ২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৪ জনে।

সোমবার (১০ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে সিভিল সার্জন অফিসের মেডিক‌্যাল অফিসার ডা. রফিকুন্নাহার বন্যা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৫, ৬ ও ৭ আগস্টে ১৭৭ জনের করোনা পরীক্ষার নমুনার ফলাফল আজ সোমবার বিকাল ৪টার দিকে পাওয়া গেছে। এদের মধ্যে একজন চিকিৎসক এবং চার জন স্বাস্থ্যকর্মীসহ নতুন করে ২৮ জন কেরানায় আক্রান্ত হয়েছেন।

এদের মধ‌্যে মানিকগঞ্জ সদর উপজেলায় দুজন স্বাস্থ্যকর্মীসহ ১৯ জন, সাটুরিয়ায় একজন চিকিৎসকসহ তিন জন, শিবালয়ে একজন স্বাস্থ্য কর্মীসহ দুজন এবং ঘিওরে দুজন নতুন করে আক্রান্ত হয়েছেন। 

এ পর্যন্ত জেলায় ৮৩৯ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকিরা বিভিন্ন হাসপাতালে ও নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান তিনি।