সারা বাংলা

লেবাননে নিহত রাশেদের লাশ দ্রুত ফিরিয়ে আনার দাবি  

লেবাননে বিস্ফোরণে নিহত নারায়ণগঞ্জের মোহাম্মদ রাশেদের পরিবারে চলছে মাতম। লাশ দ্রুত ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তার মা।

রাশেদের বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নন্দলালপুরে। বাবার নাম হাফিজুর রহমান। চার ভাইবোনের মধ্যে রাশেদ ছিল সবার বড়। ছয় বছর আগে লেবাননে যান তিনি। কাজ করতেন রেস্তোরাঁয়।

রাশেদের মা লুৎফর নেছা বলেন, ‘ঈদের এক সপ্তাহ আগে মোবাইল ফোনে রাশেদের সঙ্গে আমার শেষ কথা হয়। ছেলে তো নেই। সরকারের কাছে দাবি, তার লাশটা যেন দ্রুত ফিরিয়ে আনা হয়।’

প্রতিবেশীরা জানায়, রাশেদের আয়ে চলতো সংসার। ভাই-বোনদের দেখাশোনার জন‌্য তিনি বিয়েই করেননি।

রাশেদের পরিবারের লোকজন জানায়, বিস্ফোরণে পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। শনিবার (৮ আগস্ট) জলদ্বীপ এলাকায় হারুন হাসপাতালে তার লাশ শনাক্ত হয়।

প্রসঙ্গত, মঙ্গলবার (৪ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় বিস্ফোরণে কেঁপে ওঠে বৈরুত। এ ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ প্রায় শতাধিক নিহত ও ৪ হাজারের বেশি মানুষ আহত হয়।