সারা বাংলা

সাতক্ষীরায় করোনায় নার্সের মৃত্যু 

করোনায় আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের এক নার্সের মৃত্যু হয়েছে।

এনিয়ে সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ২৪ জন।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সাতক্ষীরা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের মেডিক‌্যাল অফিসার ডা. মানস কুমার মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে মেডিক‌্যাল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত মর্জিনা খাতুন তালা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স হিসেবে কর্মরত ছিলেন। তিনি জেলার তালা উপজেলার বারুইহাটি গ্রামের ইউসুফ আলীর স্ত্রী।

ডা. মানস কুমার মণ্ডল জানান, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ দেখা দিলে মর্জিনা খাতুনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়। গেল মাসের (৯ জুলাই) তার করোনা পজেটিভ রিরোর্ট আসে।  কিছুদিন কোয়ারান্টাইনে থাকার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গেলো রাতে তিনি মারা যান।

ডা. মানস কুমার মণ্ডল আরও জানান, স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার বাড়ি লকডাউন করা হয়েছে।