সারা বাংলা

জন্মাষ্টমীতে করোনা রোগীদের খাবার দিলেন ব্রাহ্মণবাড়িয়ার ডিসি

ব্রাহ্মণবাড়িয়ায় শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে আইসোলেশনে থাকা করোনা আক্রান্ত ছয় জন ভারতীয় রোগী ও দায়িত্বরত চিকিৎকদের জন্য খাবার পাঠিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ডিসি হায়াত-উদ-দৌলা খাঁন।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে ডিসির পক্ষ থেকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা বার্তা ও খাবার সামগ্রী লাড্ডু, তিন প্রকারের মিষ্টি ও নয় প্রকারের বিভিন্ন ফল সামগ্রী নিয়ে ব্রাহ্মণবাড়িয়া মেডিক‌্যাল কলেজ হাসপাতালে হাজির হন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য।  পরে জেলা প্রসাসনের কর্মকর্তা আইসোলেশনে দায়িত্বে থাকা চিকিৎসক কর্মকর্তাদের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য বলেন, ‘ডিসি হায়াত-উদ-দৌলা খাঁনের নির্দেশে আমরা তাদের জন্য শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে খাবার নিয়ে এসেছি। ব্রাহ্মণবাড়িয়া মেডিক‌্যাল কলেজ হাসপাতালের আইসোলেশসে ছয় জন ভারতীয় রোগী আছেন। করোনা আক্রান্তরা যেন নিজেদের একাকী না ভাবেন এই জন্যই তিনি এ প্রয়াস গ্রহণ করেছেন।’