সারা বাংলা

নবীগঞ্জে সিআইডির ভুয়া সাব-ইন্সপেক্টর আটক

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সিআইডি পরিচয়ে ফার্মেসি থেকে টাকা হাতিয়ে নেওয়ার সময় শোভন মাহমুদ (২৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (১১ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেন ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই আব্দুস সামাদ। এর আগে বিকেলে নবীগঞ্জের ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ ইনাতগঞ্জ বাজার থেকে তাকে আটক করে। 

শোভন রংপুর জেলার কোতোয়ালী থানা এলাকার আব্দুল আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে ইনাতগঞ্জ বাজারের ‘মা ফার্মেসিতে’ গিয়ে একটি ঘুমের ওষুধ চান শোভন। ফার্মেসি থেকে ওষুধ বের করে দিলে শোভন বলেন, আপনারা ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ বিক্রয় করেন কেন? আমি সিআইডির লোক। আপনাদেরকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা দিতে হবে। এ সময় ফার্মেসি মালিক দুই হাজার টাকা বের করে দিলেও তিনি সম্মত হননি। পরে স্থানীয়দের সন্দেহ হলে শোভনকে আটক করা হয়। পরে তাকে ইনাতগঞ্জ পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ইনাতগঞ্জ ফাঁড়িতে দায়িত্বরত এসআই আব্দুস সামাদ জানান, সিআইডির সাব ইন্সপেক্টর পরিচয় দিয়ে ফার্মেসিতে গিয়ে টাকা দাবি করেন শোভন। এ অভিযোগে তাকে আটক করা হয়। মা ফার্মেসির মালিক মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে প্রেরণ করা হবে।