সারা বাংলা

নরসিংদীতে আরও ১৩ জনের করোনা শনাক্ত

নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৮২৫ জনে।

বুধবার (১২ আগস্ট) সকালে নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন শনাক্ত ১৩ জনের মধ্যে নরসিংদী সদর উপজেলা এলাকায় ১০ জন, শিবপুরে ২ জন ও পলাশ উপজেলা এলাকায় একজন রয়েছেন।

এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে নরসিংদী জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ৪০০ জনের। এর মধ‌্যে ফলাফল পাওয়া গেছে ৯ হাজার ৩৮৪টি নমুনার। তার মধ্যে মোট এক হাজার ৮২৫ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় রয়েছেন ১১০১, পলাশে ১৫৬ জন, শিবপুরে ১৮৬ জন, রায়পুরাতে ১৩৮ জন, মনোহরদীতে ১২৭ জন ও বেলাবো উপজেলায় ১১৭ জন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, এখন পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে আছেন ২৩২ জন, হাসপাতাল আইসোলেশনে আছেন ০৪ জন। আক্রান্ত হওয়ার পর এ পর্যন্ত আইসোলেশন মুক্ত, অর্থাৎ সুস্থ হয়েছেন ১ হাজার ৫৫০ জন। তাদের মধ্যে সদর উপজেলার ৯৪৪ জন, শিবপুর উপজেলার ১৫৭ জন, পলাশ উপজেলার ১৪০ জন, মনোহরদী উপজেলার ৯০ জন, বেলাব উপজেলার ৯৭ জন ও রায়পুরা উপজেলার ১২২ জন রয়েছেন।

জেলায় এ পর্যন্ত জেলায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৩৯ জন। এর মধ্যে নরসিংদী সদরে ২৩ জন, বেলাব উপজেলায় ৬ জন, রায়পুরায় ৫ জন, পলাশে ২ জন, মনোহরদীতে ২ জন ও শিবপুরে একজন।