সারা বাংলা

লাকসামে একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

কুমিল্লার লাকসামে একসঙ্গে পাঁচ সন্তান জন্ম দিয়েছেন গৃহবধূ শারমিন আক্তার। তিনি উপজেলার উত্তরদা ইউনিয়নের পোলইয়া ইকবাল নগর গ্রামের মাদ্রাসা শিক্ষক হাফেজ মাওলানা মিজানুর রহমানের স্ত্রী।

বুধবার (১২ আগস্ট) দুপুরে লাকসাম পৌর শহরের বাইপাস এলাকার লাকসাম জেনারেল হসপিটালে জন্মগ্রহণ করে পাঁচ নবজাতক। এদের মধ্যে তিনটি ছেলে ও দুটি কন‌্যা সন্তান। 

লাকসাম জেনারেলের হসপিটালের উপ-ব্যবস্থাপনা পরিচালক আলী আক্কাস জানান, বুধবার (১২ আগস্ট) সকালে ওই প্রসূতি মা হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডা. লতিফা আহমেদ লতার তত্বাবধানে এদিন দুপুরে ওই পাঁচ সন্তানের স্বাভাবিকভাবে জন্ম হয়। পরে ওই পাঁচ সন্তানকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লার একটি হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমান মা এবং সন্তানেরা সুস্থ রয়েছেন বলে জানান তিনি।

পাঁচ সন্তানের বাবা হাফেজ মাওলানা মিজানুর রহমান বলেন, ‘এর আগে আমাদের প্রথম সন্তান হয়ে মারা যায়। বর্তমানে একসঙ্গে পাঁচ সন্তান জন্ম নেওয়ায় আমি ও আমার পরিবারের সদস‌্যরা অনেক খুশি। মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। আমার সন্তানদের জন্য সবার কাছে দোয়া চাই।’