সারা বাংলা

মুক্তিযুদ্ধের সংগঠক আনিসুর রহমান খান আর নেই

ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট আনিসুর রহমান খান আর নেই (ইন্নানিল্লাহি ... রাজিউন)। প্রবীণ এই আইনজীবী জেলা নাগরিক আন্দোলনের সভাপতিও ছিলেন। 

বুধবার (১২ আগস্ট) বিকেলে নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ময়মনসিংহ জেলা গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চুন্নু জানান, আগামীকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। 

তিনি আরো জানান, প্রথম জানাজা শেষে সর্বজনের শ্রদ্ধা জানানোর জন্য  মরদেহ জেলা নাগরিক আন্দোলনের কার্যালয়ের সামনে নেওয়া হবে। সেখান থেকে আঞ্জুমান ঈদগাহ মাঠে নেওয়া হবে। পরে বাদ যোহর দ্বিতীয় জানাজা শেষে নগরীর গুলকিবাড়ী কবস্থানে দাফন করা হবে।

তার মৃত্যুতে ময়মনসিংহ নগরীতে শোকের ছায়া নেমে এসেছে।

আনিসুর রহমান খানের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা শোক প্রকাশ করেছেন।