সারা বাংলা

মানিকগঞ্জে ৭ জেলেকে জরিমানা

মানিকগঞ্জে শিবালয় উপজেলায় নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে ৭ জেলেকে ৫ হাজার তিনশো টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১২ আগস্ট) রাত ১০টা থেকে বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোর ৪টা পর্যন্ত সাহেলী চক এলাকায় নিষিদ্ধ জালের অভিযান শেষে শিবালয় উপজেলা প্রশাসন এ জরিমানা করে।

শিবালয় উপজেলা সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা মো. রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ১০ ইঞ্চির নিচে ছোট মাছ ধরা আইনত দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে প্রশাসন সব সময় মাছের পোনা নিধনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে। সেই অভিযানের অংশ হিসেবে বিভিন্ন নিষিদ্ধ জাল জব্দ করা হচ্ছে।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিএম রুহুল আমিন রিমন জানান, গতকাল সারারাত উপজেলার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার বিষয়ে অভিযান পরিচালিত হয়েছে। এ সময় সাহলেী চক থেকে একটি বেড় জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ এলাকা থেকে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে ৭ জন জেলেকে ৫ হাজার তিনশো টাকা জরিমানা করা হয়েছে।