সারা বাংলা

পাবনায় বাসচাপায় অটোভ্যানের ৩ যাত্রী নিহত

পাবনার পাবনা-ঢাকা মহাসড়কের চিনাখড়া নামক স্থানে বাসের চাপায় অটোভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন।

বৃস্পতিবার (১৩ আগস্ট) মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলী রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (১২ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—  চিনাখড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সোহেল রানা (১৬)। সে  দুলাই ইউপি সদস্য আবুল কালাম আজাদের ছেলে। সাঁথিয়া উপজেলার হাসানপুর গ্রামের অটোভ্যানচালক ইলিয়াস আলী (৪৭) ও সুজানগর উপজেলার আন্ধারকোটা গ্রামের মৃত আবুর কাশেমের ছেলে হারুনুর রশিদ (২৪)।

সুজানগর উপজেলার দুলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান জানান, পাবনা থেকে ঢাকাগামী সি লাইন নামের একটি যাত্রীবাহী বাস চিনাখড়া স্কুল অ‌্যান্ড কলেজের সামনে একটি অটোভ্যানকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই ভ্যানচালক ইলিয়াস মারা যান। বাকি দু’জনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলী রেজা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে করেছে। ঘাতক বাসটি পুলিশ হেফাজতে নিলেও চালক-হেলপার পলাতক রয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।