সারা বাংলা

মোংলা বন্দরে আমদানি নিষিদ্ধ পোস্তদানা জব্দ

মোংলা সমুদ্র বন্দরে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ পোস্তদানা আটক করেছে মোংলা কাস্টমস হাউস। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বন্দরের দুই নং ইয়ার্ডের অভিযান চালিয়ে চার কন্টেইনার পোস্তদানা জব্দ করা হয়। 

এসময় মোংলা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার সামছুল আরেফিন, মোংলা বন্দরের চিফ সিকিউরিটি অফিসার বিএম নূর মোহাম্মাদ বিএন, বাগেরহাট চেম্বার অব কমার্স এর সভাপতি লিয়াকত হোসেন লিটন, শিপিং এজেন্ট এর প্রতিনিধি মেহেদীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

মোংলা কাস্টমস হাইসের সহকারী কমিশনার আব্দুল হামিদ জানান, গত ৯ আগস্ট সিংগাপুর থেকে আসা একটি সানজারজিও নামক একটি বাণিজ্যিক জাহাজে এই কন্টেইনারগুলো আসে। ঢাকা সোয়ারি ঘাটের মেসার্স তাজ ট্রেডার্স ও ইসলামপুরের মেসার্স আয়সা ট্রেডার্স নামের দুটি প্রতিষ্ঠান টেনিসবল ও ফোম স্প্রে ঘোষণা দিয়ে প্রতারণার মাধ্যমে আমদানি নিষিদ্ধ এই পোস্তদানা বন্দরে আনেন।

আব্দুল হামিদ বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে চারটি কন্টেইনারে পোস্তদানা রয়েছে। আমরা কাস্টমস হাউসের ঊর্দ্ধতন কর্তৃপক্ষ, বন্দর কর্তৃপক্ষের প্রতিনিধি, বাগেরহাট চেম্বার অব কমার্সের সভাপতি ও শিপিং এজেন্টের প্রতিনিধির সামনে এই কন্টেইনার খোলা হয়। কন্টেইনার খুলে দেখা যায় আমদানি নিষিদ্ধ পোস্তদানা রয়েছে। আমরা কন্টেইনারগুলোকে সিলগালা করেছি।  

‘প্রতিটি কন্টেইনারে আনুমানিক ১৮ টন করে মোট ৭২ টন পোস্তদানা রয়েছে। পোস্তদানার সঠিক পরিমাণ ও দাম নির্ধারণ করে আগামী সপ্তাহের শুরুতেই আমদানি কারকদের বিরুদ্ধে শুল্ক আইনে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।”