সারা বাংলা

খুলনায় প্রতিপক্ষের হাসুয়ার কোপে যুবক নিহত

খুলনায় প্রতিপক্ষের হাসুয়ার কোপে জনি মোল্লা (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে তেরখাদা উপজেলার পুরাতন জয়সেনা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন রায়।

নিহত জনি মোল্লা ওই গ্রামের মৃত লুৎফর মোল্লার ছেলে।

ওসি স্বপন রায় জানান, সকালে মাছের ঘুনি দিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিবেশী খোরশেদসহ কয়েকজনের সঙ্গে জনি মোল্লার কথা কাটাকাটি হয়। এ সময় তারা জনি মোল্লাকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে বলে জানান ওসি।